বিদ্যালয়ের তথ্য: ১৯৩৫ সালে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোমিন উদ্দীনের ঐকান্তিক প্রচেষ্টা ও যশোর ঘোপ নিবাসী জনাব ইয়াহিয়া খানসহ আগ্রহী শিক্ষনুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক সহযোগিতায় ‘‘মোমিন গার্লস স্কুল’’ নামে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। সূচনালগ্ন থেকে ১৯৬২ সাল পর্যন্ত ‘‘মোমিন গার্লস স্কুল’’ স্থানীয় জনমানুষের প্রচেষ্টায় হাজার সীমাবদ্ধতার উর্ধ্বে সুচারুভাবে এ অঞ্চলের অবহেলিত নারীদেরকে শিক্ষয় উদ্বুদ্ধ করেছেন।
Redmore